নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের নিরপেক্ষতার বিকল্প নেই: সিইসি
আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট করে বলেছেন, পর্যবেক্ষকদের কাজ হলো কেবল পর্যবেক্ষণ করা, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো প্রকার হস্তক্ষেপ করা নয়।
মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “নির্বাচন কমিশনের এজেন্ডা একটাই— একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। যত চ্যালেঞ্জই আসুক, আমরা এই লক্ষ্য পূরণ করতে চাই। এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সংস্থাগুলোর প্রধানদের সতর্ক করে সিইসি বলেন, পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা পক্ষপাত যেন না থাকে।
কর্মীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। বিশেষ করে নতুন ও তরুণ সংস্থাগুলোকে কর্মী বাছাইয়ে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
পর্যবেক্ষকদের এখতিয়ার মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আপনাদের কাজ রিপোর্ট করা এবং সঠিক সময়ে পরামর্শ দেওয়া। আপনারা কাউকে প্রভাবিত করতে পারবেন না বা কাউকে লাইনে দাঁড় করাতে পারবেন না। রিপোর্ট হতে হবে নিরপেক্ষ ও বাস্তবভিত্তিক।”




Comments