Image description

অস্ট্রেলিয়া ও ইউরোপের একাধিক দেশের পথ অনুসরণ করে এবার মালয়েশিয়াও শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার উদ্যোগ নিচ্ছে। দেশটির সরকার পরিকল্পনা করছে, আগামী বছর (২০২৬) থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বন্ধ করা হবে।

রোববার মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানান, শিশু ও তরুণদের সাইবার বুলিং, আর্থিক প্রতারণা এবং যৌন হয়রানি থেকে রক্ষা করতেই সরকার এই কঠোর অবস্থানে যাচ্ছে। তিনি বলেন, “১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার পথ বন্ধ করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আশা করি আগামী বছরের মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তা মেনে চলবে।”

বর্তমানে অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক ও গ্রিসের মতো দেশগুলো কীভাবে বয়সসীমা কার্যকর করছে, তা নিয়ে গবেষণা করছে মালয়েশিয়া সরকার। উল্লেখ্য, আগামী মাস থেকেই অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। এর আগে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াও বয়সসীমা নির্ধারণের পরিকল্পনা করেছিল, তবে পরে তারা কনটেন্ট ফিল্টারিং এবং বয়স যাচাইয়ের ওপর জোর দেয়। মালয়েশিয়া সরকারও সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়া ও ক্ষতিকর কনটেন্ট রোধে কঠোর নজরদারি চালিয়ে আসছে।