Image description

অবশেষে জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে (১-১৫ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার নির্বাচন ভবনে পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “২০২৬ সালের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। এখানে কোনো কারচুপি বা অনিয়মের সুযোগ থাকবে না।”

নির্বাচনে পর্যবেক্ষকদের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এবার কঠোর হচ্ছে ইসি। ইসি সানাউল্লাহ জানান, ভুয়া পর্যবেক্ষক শনাক্ত করতে পরিচয়পত্রে কিউআর কোড যুক্ত করা হবে।

এছাড়া কোনো বিদেশি নাগরিক দেশি সংস্থার ব্যানারে পর্যবেক্ষণ করতে পারবেন না। পর্যবেক্ষকদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে, অন্যথায় তাদের অনুমোদন দেওয়া হবে না।