Image description

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী ও নায়ক আরিফিন শুভ দুজনই ব্যক্তিজীবনে বেশ ‘আড়ালপ্রিয়’। কাজ ছাড়া তাদের তেমন দেখা মেলে না; সোশ্যাল মিডিয়াতেও সীমিত উপস্থিতি। তবু এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে একাধিক ছবি ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’।

কিন্তু সিনেমার বাইরেও আলোচনায় এসেছে এই জুটি, বিশেষ করে শুভ। গত জুলাইয়ে তিনি প্রকাশ্যে জানান দাম্পত্য জীবনের ইতি টানার খবর। এরপরই গুঞ্জন ওঠে, শুভর ব্যক্তিজীবনে ফাটলের পেছনে নাকি অভিনেত্রী ঐশীর উপস্থিতি! নানা অনুষ্ঠান ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই সন্দেহ আরও ঘনীভূত হয়। যদিও গুঞ্জনটি পরবর্তীতে থেমে যায়, কৌতূহল কিন্তু রয়ে যায় নেটিজেনদের মনে।

সেই কৌতূহলকেই যেন নতুন করে উসকে দিলেন তারা নিজেরাই। মঙ্গলবার সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি প্রকাশ করেন শুভ ও ঐশী। শিউলী ফুল আঁকা শাড়িতে ঐশী, আর শুভর বুকে মাথা রাখা তার আবছা আলোয়ের একটি ফ্রেম; যেন ছবিটাই নিজের ভাষায় গল্প বলে।

রহস্য আরও বাড়ায় ক্যাপশন নির্বাচন। শুভ লিখেছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’ ঐশীও যেন সেই কথার প্রতিধ্বনি, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

এদিকে শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত তাদের আলোচিত ছবি ‘নূর’ শিগগিরই বায়োস্কোপ প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। তাই নেটিজেনদের দ্বিধা-এ কি কেবল সিনেমার প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো সম্পর্কের ইঙ্গিত?