Image description

ড্যান্ডি ডায়িং লিমিটেডের ৪৫ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঋণের টাকা পরিশোধ হওয়ায় বাদীপক্ষ সোনালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

গত ১১ নভেম্বর ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক সাদেকিন হাবিব বাপ্পি মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। তবে বিষয়টি মঙ্গলবার (২৫ নভেম্বর) গণমাধ্যমের নজরে আসে।

সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন জানান, বিবাদী পক্ষ ড্যান্ডি ডায়িং লিমিটেড ব্যাংকের পাওনা পরিশোধ করে দিয়েছে। এ কারণে ব্যাংকের পক্ষ থেকে মামলাটি আর না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত সেই আবেদন গ্রহণ করেছেন। খালেদা জিয়ার আইনজীবী মোস্তাক আহম্মেদ কয়েলও বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ২ অক্টোবর ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলার মূল বিবাদী আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ২০১৫ সালে তার মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়েকে এই মামলায় পক্ষভুক্ত করা হয়। ২০১৬ সালে আদালত আসামিদের বিরুদ্ধে ইস্যু গঠন করেছিলেন।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও অন্য বিবাদীদের মধ্যে ছিলেন গিয়াস উদ্দিন আল মামুন, তার স্ত্রী শাহীনা ইয়াসমিন, প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী ও সন্তানরা।