Image description

রাজধানীর কড়াইল বস্তিতে দাউ দাউ করে জ্বলছে আগুন। পানির অভাবে আগুন নেভাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, যানজট ও পানির সংকটই এখন বড় চ্যালেঞ্জ। বস্তির ভেতরে পানির পর্যাপ্ত উৎস না থাকায় দূর থেকে পানি আনতে হচ্ছে, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

এদিকে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন বস্তিবাসী। তারা যে যার মতো করে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভিড় সামলাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে আগুনের কাছে যেতে দেওয়া হচ্ছে না।