Image description

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগেই দল নির্বাচন নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ব্যাটার শামীম পাটোয়ারীকে দল থেকে বাদ দেওয়া নিয়ে তিনি দাবি করেন, তাকে না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লিটনের এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন দাস ক্ষোভ প্রকাশ করে জানান, শামীমকে বাদ দেওয়াটা পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত ছিল এবং এ বিষয়ে তাকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। লিটন বলেন, “আমি জানতাম যে দল পরিচালনার ক্ষেত্রে অন্তত অধিনায়কের জানা উচিত কে দলে ঢুকছে বা বের হচ্ছে। আমি শামীমকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ দেখি না। ও দলে থাকলে ভালো হতো।” তিনি আরও উল্লেখ করেন, যে ১৫ জন নির্বাচিত হয়েছেন তারা সেরা, তবে শামীমের বাদ পড়ার বিষয়টি তার কাছে অস্পষ্ট।

লিটনের এমন মন্তব্যের প্রেক্ষিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি স্বীকার করেন যে ঢাকা টেস্ট চলাকালীন আলোচনার সময় লিটন শামীমকে দলে চেয়েছিলেন।

তবে নির্বাচক কমিটির ভূমিকা স্পষ্ট করে লিপু বলেন, “আমাদের দল একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং ক্রিকেট বোর্ড স্কোয়াড চূড়ান্ত অনুমোদন দেয়। কোচও দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট ছিলেন না।” লিটনের বক্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন, “সব জায়গায় যদি অধিনায়কের মতামত নিয়েই দল গঠন করতে হয়, তাহলে তো আর সিলেকশন কমিটির কোনো দরকারই হয় না।”