Image description

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরের দিকে ওয়াং ফুক কোর্ট নামক আবাসিক কমপ্লেক্সে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে হংকং ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন জানান, ঘটনাস্থল থেকে মোট ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ৩১ তলাবিশিষ্ট ভবনগুলোর সংস্কার কাজের জন্য বাইরের অংশে বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) লাগানো ছিল। প্রথমে অন্তত তিনটি ভবনের এই বাঁশের মাচায় আগুন ধরে যায় এবং তা দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনগুলো থেকে ঘন ধূসর ধোঁয়া বের হতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, ওয়াং ফুক কোর্ট ৮টি ব্লকের সমন্বয়ে গঠিত একটি বিশাল কমপ্লেক্স, যেখানে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।