আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। বুধবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ প্রতিশ্রুতির কথা জানান টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি হেড ফেরদৌস মুত্তাকিম।
ফেরদৌস মুত্তাকিম জানান, নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বা বিঘ্নিত করতে পারে এমন কোনো অপচেষ্টা টিকটক হতে দেবে না। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল কমিশনকে আশ্বস্ত করা যে, নির্বাচনে ম্যানিপুলেশন বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা ঠেকাতে আমাদের বিশেষজ্ঞ দল বাড়তি নজরদারি চালাবে।”
বৈঠকে টিকটক তাদের ‘সেফটি মেকানিজম’ এবং অপতথ্য দমনের নীতিমালা তুলে ধরে। কনটেন্ট ইন্টিগ্রিটি বজায় রাখার অংশ হিসেবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে বলে তথ্য দেয় প্রতিষ্ঠানটি।
নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে ইসি, গণমাধ্যম এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত কাজের ওপর জোর দিয়েছে টিকটক। বৈঠকে সিইসি ও চার নির্বাচন কমিশনার ছাড়াও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টিকটকের নয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।




Comments