Image description

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় যুক্ত হলো নতুন একটি ফিচার। ‘নিকনেম’ বা ছদ্মনাম নামের এই সুবিধায় এখন থেকে ব্যবহারকারীরা ফেসবুক গ্রুপে নিজেদের আসল পরিচয় গোপন রেখেই পোস্ট, কমেন্ট ও ধারাবাহিক যোগাযোগ চালিয়ে যেতে পারবেন। সোমবার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ এক প্রতিবেদনে মেটার এই নতুন ফিচারের তথ্য জানিয়েছে।

এতদিন ফেসবুক গ্রুপে ‘অ্যানোনিমাস পোস্ট’ বা বেনামি পোস্ট করার সুযোগ থাকলেও, সেই পরিচয়ে অন্য সদস্যদের সঙ্গে আলাপ চালিয়ে যাওয়া বা পরিচিতি তৈরি করা সম্ভব ছিল না। কিন্তু নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট গ্রুপে নিজের জন্য একটি আলাদা ‘নিকনেম’ বা ছদ্মনাম তৈরি করতে পারবেন। এর মাধ্যমে আসল প্রোফাইল আড়ালে রেখেই গ্রুপে নিজস্ব একটি পরিচিতি তৈরি করা সম্ভব হবে।

মেটা জানিয়েছে, এই সুবিধা ব্যবহারের সময় সাধারণ সদস্যরা ব্যবহারকারীর আসল প্রোফাইল বা ছবি দেখতে পাবেন না। নিকনেম প্রোফাইলে ব্যবহারকারী নিজের পছন্দমতো ছবি ও রঙিন পটভূমি ব্যবহার করতে পারবেন। তবে গ্রুপের অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীর আসল পরিচয় দেখতে পারবেন। এছাড়া গ্রুপের সদস্যরা ওই নিকনেমধারী ব্যক্তির গত সাত দিনের কার্যক্রম (পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া) দেখতে পারবেন।

গ্রুপে পোস্ট করার সময় ‘অ্যানোনিমাস পোস্ট’ অপশনের পাশেই ‘নিকনেম’ অপশনটি দেখা যাবে।

ব্যবহারকারী নিজের পছন্দমতো নাম নির্বাচন করতে পারবেন, তবে তা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে হতে হবে এবং গ্রুপে ওই নামে অন্য কেউ থাকতে পারবে না।

নিকনেম পরিবর্তন করতে চাইলে দুই দিনের বিরতি দিতে হবে। নাম বদলালে আগের সব পোস্ট ও কমেন্টে স্বয়ংক্রিয়ভাবে নতুন নামটি যুক্ত হয়ে যাবে।

ভিন্ন ভিন্ন গ্রুপে ভিন্ন ভিন্ন নিকনেম ব্যবহার করা যাবে।

ফিচারটি সবার জন্য উন্মুক্ত হলেও এটি চালু করার নিয়ন্ত্রণ থাকবে গ্রুপ অ্যাডমিনদের হাতে। অ্যাডমিনরা তাদের গ্রুপে এই অপশন চালু করলেই কেবল সদস্যরা তা ব্যবহার করতে পারবেন।