Image description

বিশ্বের ১২৭টি শহরের মধ্যে দূষিত বাতাসের তালিকায় আজ ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ৪৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৩ রেকর্ড করা হয়েছে, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ৪৬৭ একিউআই স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা (২১৩) ও পাকিস্তানের লাহোর (২১০)।

দূষণের শীর্ষ ১০-এ থাকা অন্য শহরগুলো হলো—ইরানের তেহরান (১৮৯), ভারতের মুম্বাই (১৮৩), উজবেকিস্তানের তাসখন্দ (১৮২), চীনের চেংদু (১৭৭), পাকিস্তানের করাচি (১৭০), ভিয়েতনামের হ্যানয় (১৭০) এবং কাতারের দোহা (১৬২)।

একিউআই স্কোর যখন ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বাতাসের মানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়, যা নাগরিকদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড  ও ওজোন। 

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। সাধারণত শীতকালে এই শহরের বাতাস অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে মানের কিছুটা উন্নতি ঘটে।