বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পাথরঘাটার হরিণঘাটা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দকৃত মাংস ও চামড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Comments