চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়াম সাক্ষী হলো এক অবিশ্বাস্য গোল উৎসবের। কিলিয়ান এমবাপ্পের জাদুকরী পারফরম্যান্সে অলিম্পিয়াকোসকে ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি এই ফরোয়ার্ড একাই চার গোল করে দলকে এনে দিলেন নাটকীয় এক জয়।
ম্যাচের শুরুতে চিকিনিয়োর গোলে অলিম্পিয়াকোস এগিয়ে গিয়ে রিয়ালকে চাপে ফেলার চেষ্টা করে। তবে ২২ মিনিটে এমবাপ্পে সমতাসূচক গোল করার পরই ম্যাচের দৃশ্যপট বদলে যায়। মাত্র পাঁচ মিনিটের ঝড়ে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক হিসেবে রেকর্ড গড়েছে।
দ্বিতীয়ার্ধে অলিম্পিয়াকোসের মেহদি তারেমি গোল করে ব্যবধান কমালে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। তবে ৫৯ মিনিটে এমবাপ্পে নিজের চতুর্থ গোলটি করে রিয়ালের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। শেষদিকে অলিম্পিয়াকোস মরণকামড় দিলেও জাভি আলোনসোর শিষ্যরা পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, এখনো জয়ের দেখা না পাওয়া অলিম্পিয়াকোস ধুঁকছে তালিকার ৩৩ নম্বরে।




Comments