Image description

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর মৃত্যুর তিন দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন তার স্ত্রী ও দীর্ঘদিনের সহকর্মী হেমা মালিনী। গত ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ‘হি-ম্যান’ খ্যাত এই অভিনেতা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তের বেশ কিছু অদেখা ছবি শেয়ার করে এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন ‘ড্রিম গার্ল’।

হেমা মালিনী লিখেছেন, ধর্মজি কেবল তার স্বামী ছিলেন না; তিনি ছিলেন তার বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক এবং সংকটের সময়ের পরম আশ্রয়। তিনি লেখেন, “তিনি ছিলেন একাধারে স্নেহশীল স্বামী, আমাদের দুই কন্যা ঈশা ও অহনার প্রিয় বাবা এবং একজন কবি। এই বিচ্ছেদের শূন্যতা আমি সারাজীবন বহন করব। এত বছরের সঙ্গের পর এখন কেবল স্মৃতিগুলোই আমার সম্বল।”

কিংবদন্তি এই অভিনেতার বিনয় ও সর্বজনীন গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে হেমা জানান, তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর জুহুর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। পরদিন মুম্বাইয়ের পওন হানস শ্মশানে অমিতাভ বচ্চন, শাহরুখ, সালমানসহ ইন্ডাস্ট্রির তারকাদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।