Image description

মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে পরপর তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই কম্পনগুলো রেকর্ড করা হয়। যদিও রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল মৃদু থেকে মাঝারি, তবুও ঘন ঘন কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে, কম্পনগুলোর সময়সূচি ও মাত্রা ছিল নিম্নরূপ:

১. প্রথম কম্পন (টেকনাফ): বুধবার দিবাগত রাত ৩টা ২৯ মিনিটে। মাত্রা ৪.০। উৎপত্তিস্থল বঙ্গোপসাগরে (টেকনাফ থেকে ১১৮ কিমি দূরে)।

২. দ্বিতীয় কম্পন (সিলেট): এর ঠিক এক মিনিট পর রাত ৩টা ৩০ মিনিটে। মাত্রা ৩.৪। উৎপত্তিস্থল ভারতের মনিপুর।

৩. তৃতীয় কম্পন (ঢাকা ও আশপাশ): বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে। মাত্রা ৩.৬।
এর আগে গত ২১ নভেম্বর এক শক্তিশালী ভূমিকম্পে দেশে ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই স্বল্প সময়ের ব্যবধানে তিনবার কম্পন ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।