‘ব্যাংকিং খাতের অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও খারাপ’: বাণিজ্য উপদেষ্টা
দেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ, যা যুদ্ধবিধ্বস্ত দেশের তুলনায় তিনগুণ বেশি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী ‘সিরামিক এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “বিগত সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে। এর ফলে ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়াচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভেও উন্নতি হচ্ছে।”
সিরামিক শিল্পের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, তৈরি পোশাকের মতো এই শিল্পকেও প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানে বিসিএমইএ সভাপতি মইনুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
তারা জানান, দেশের চাহিদার ৮০ ভাগ সিরামিক পণ্য এখন দেশেই উৎপাদিত হচ্ছে এবং বছরে ৫০০ কোটি টাকার পণ্য রপ্তানি করা হচ্ছে।




Comments