Image description

বিশ্ববাজারে টানা দুই সপ্তাহ উর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার স্বর্ণ ও রুপার দামে পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে পরস্পরবিরোধী বার্তার প্রভাবে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এই দরপতন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৪.২৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া মার্কিন ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ১৫০.৪০ ডলার হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও ০.২ শতাংশ কমে ৫৩.২৪ ডলারে নেমেছে। তবে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম কিছুটা বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর সম্ভাবনা এখন প্রবল (৮৫ শতাংশ), যা বাজারের গতিপ্রকৃতি নির্ধারণ করছে।

এদিকে বিশ্ববাজারের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম চড়া। বর্তমানে বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়।

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম:

২২ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা