Image description

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসার জন্য চীন থেকে ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে তারা ঢাকায় অবতরণ করেন।

জানা গেছে, সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চীনা চিকিৎসকদের এই বিশেষ প্রতিনিধি দলটি। ৫ সদস্যের এই দলে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে বসে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে বলে জানা গেছে। তার স্বাস্থ্যের এই সংকটজনক পরিস্থিতিতে উন্নত চিকিৎসার লক্ষ্যেই জরুরি ভিত্তিতে চীনা বিশেষজ্ঞদের ঢাকায় আনা হলো।