Image description

ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। দর্শক মহলে তারা ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘কাবিলা’ ও ‘ইভা’ নামেই বেশি পরিচিত। পর্দায় তাদের রসায়ন দর্শকমহলে বরাবরই ব্যাপক সাড়া ফেলেছে। ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘বিদেশ’, ‘কিডনি’ এবং ‘শেষমেশ’-এর মতো জনপ্রিয় নাটকের পর এবার এই জুটিকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন লুকে।

জানা গেছে, একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে মডেল হয়েছেন পলাশ ও ইভানা। আম্রপালির ইতিহাসনির্ভর গল্পকে ভিত্তি করে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাকেশ বসু। প্রেম, রাজনীতি ও রাজসভাকেন্দ্রিক সেই সময়কে আধুনিক বিজ্ঞাপনের আদলে রূপ দিয়েছেন তিনি। কনসেপ্টও তার নিজের।
ইতোমধ্যে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

নির্মাতা জানিয়েছেন, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এটি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারে আসবে।

নতুন বিজ্ঞাপনের কাজ প্রসঙ্গে পলাশ বলেন, ‘থিম বেজড বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বড় আয়োজনে। এর কনসেপ্টও দারুণ। নির্মাতা খুব যত্ন করে বিজ্ঞাপনটি বানিয়েছেন। সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা বেশ ভালো।’

পারসা ইভানা বলেন, ‘এই বিজ্ঞাপনটি আমার কাছে অন্য রকম এক অভিজ্ঞতা। চরিত্র, সাজসজ্জা সবকিছুই নতুন। রাজকীয় আমেজে শুটিং করেছি। আশা করছি, বিজ্ঞাপনটি দর্শকদের পছন্দ হবে।’

নির্মাতা রাকেশ বসু বলেন, ‘জিয়াউল হক পলাশ ও পারসা ইভানার সঙ্গে এটি আমার প্রথম কাজ। বড় রাজকীয় সেটে কাজ হলেও তারা বেশ মনোযোগী ছিলেন এবং দুজনকে সেই পিরিয়ডিক্যাল লুকে বেশ মানিয়েছে।’