Image description

ঢাকার মেট্রোরেল লাইনের ওপর গত কয়েক দিনে মোট সাতটি ককটেল এবং একটি ড্রোন পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন।

ডিএমটিসিএল এমডি জানান, গত সপ্তাহে মেট্রো রেলের ট্র্যাকে একটি ড্রোন পড়ে থাকতে দেখা যায়। এছাড়া গত কয়েক দিনে লাইনের ওপর থেকে মোট সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা যতই জোরদার করা হোক না কেন, জনগণ সচেতন না হলে তা পুরোপুরি কার্যকর করা সম্ভব নয়। মেট্রোর এই অবকাঠামো দেশের সবার সম্পদ, তাই এর নিরাপত্তা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।’

রোববার রাতে সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে এক কিশোরের উঠে পড়ার ঘটনায় এমডি জানান, ওই কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওহাব সতর্ক করে বলেন, ‘মেট্রোর উপরে ১৫০০ ভোল্টের বিদ্যুতের লাইন থাকে। ছাদে ওঠা মানে নিশ্চিত মৃত্যুঝুঁকি। তাই ট্রেনের ভেতরে ভ্রমণ করতে হবে, বাইরে বা ছাদে নয়।’

সম্প্রতি ভূমিকম্পের পর মেট্রোরেল ক্ষতিগ্রস্ত হওয়ার গুজব প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মেট্রোরেল ভেঙে পড়ার ছবিগুলো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভুয়া ছবি। বাস্তবে ভূমিকম্পের পর বড় কোনো ক্ষতি হয়নি।

কেবল একটি স্থানে দেয়ালে সামান্য ফাটল, দুটি টাইলস খসে পড়া এবং সিলিং প্যাড খুলে যাওয়ার মতো ছোটখাটো সমস্যা দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সেদিন লাইন পরীক্ষা করতে গিয়ে ট্রেন চলাচলে ২৭ মিনিট বিলম্ব হয়েছিল।