গত আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘ঢাকা ক্যাপিটালস’ দল নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবার আর দলের মালিকানায় থাকছেন না তিনি। রোববার অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার অনুপস্থিতি এবং ফ্র্যাঞ্চাইজি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, মালিকানা হাতবদলের কারণেই এবার ঢাকার সঙ্গে নেই শাকিব। গত মৌসুমে দলটির মালিকানায় ছিল শাকিব খানের যুক্ত থাকা প্রতিষ্ঠান ‘রিমার্ক-হারল্যান’। তবে এবার ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়েছে ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’। নতুন মালিকপক্ষ শাকিব খানকে দলের সঙ্গে যুক্ত রাখেনি বলে জানা গেছে।
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অভিনেতা বেশ কিছুদিন আগেই রিমার্ক-হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ওই প্রতিষ্ঠানের অধীনে থাকা কোনো কার্যক্রম বা বিপিএল দলের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা নেই। এ কারণেই গতবারের মতো এবার নিলাম বা দলের কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল— ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং প্রথমবারের মতো আসা নোয়াখালী এক্সপ্রেস। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের।




Comments