Image description

নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছার অভাব দেখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ। সোমবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজনে তিনি এ কথা বলেন।

অলি আহমেদ বলেন, ‘নির্বাচন নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে, তা একেবারে অমূলক নয়। এখানে সরকারের সদিচ্ছার অভাব খেয়াল করা যাচ্ছে।’

এলডিপি সভাপতি বলেন, ‘চব্বিশের (২০২৪ সালের) নির্বাচনে পুলিশের কাছ থেকে অস্ত্র লুট এবং অনেক আওয়ামী লীগপন্থী পুলিশ সদস্য অস্ত্র এদিক-ওদিক করেছে। সেসব অস্ত্র এখন জনগণের কাছে পৌঁছে গেছে। নির্বাচনকে সামনে রেখে সেসব অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে, অথচ সরকারকে নির্বাক দেখা যাচ্ছে। অস্ত্র উদ্ধারে কোনো তৎপরতা নেই।’

অলি আহমেদ বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। বিদেশি কোনো বিনিয়োগ আসছে না। এমন চলতে থাকলে আগামী দিনে মানুষ আবার রাজপথে নামবে এবং আপনাদের (সরকারকে) দেশ থেকে তাড়াবে।’

পুলিশের সমালোচনা করে তিনি বলেন, ‘এই পুলিশ এখনো শেখ হাসিনার হয়ে কাজ করছে। ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রয়োজনে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।’