জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা হবে শতভাগ নিরপেক্ষ: মুন্সীগঞ্জের নবাগত এসপি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা শতভাগ নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম (পিপিএম)। একইসঙ্গে তিনি জেলায় মাদক নির্মূল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে। দায়িত্ব পালনকালে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ আচরণ করবে।’
সভায় সাংবাদিকরা আসন্ন নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ব্যবসা, শহরের যানজট সমস্যা এবং কতিপয় পুলিশ সদস্যের কর্তব্যে অবহেলার বিষয়টি তুলে ধরেন। এছাড়া নৌপথ এবং ঢাকা-মাওয়া ও ঢাকা-গজারিয়া মহাসড়কে মাদক পরিবহন ও চাঁদাবাজি রোধে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিকরা নবাগত এসপির দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন রশীদ, মো. ফিরোজ কবির, মো. কামরান হোসাইন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক সুজন হায়দার জনিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।




Comments