Image description

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা এবং সংস্থাটির নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। সোমবার (১ ডিসেম্বর) মূল্যবান এই ধাতুটির দাম গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে সর্বকালের রেকর্ড ছুঁয়েছে রূপার দামও।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুর ১২টা ৩৯ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ২৫৫ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২৯০ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

অন্যদিকে, রূপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে। তবে দিনের শুরুতে স্পট সিলভার প্রতি আউন্স ৫৭ দশমিক ৮৬ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে।

এর আগে, গত ২০ অক্টোবর সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়। চলতি বছরে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুটির দাম ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। মাঝে মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় সোনার দাম কিছুটা নিম্নমুখী ছিল।

বাজার বিশ্লেষকরা বলছেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর জোরালো প্রত্যাশায় স্বল্পমেয়াদে সোনার দাম পুনরুদ্ধার হয়েছে। সুদের হার কমলে সাধারণত সোনার মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

ইউবিএস বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘বাজারে আবারও ডিসেম্বরে সুদের হার কমানোর আশা তৈরি হয়েছে। পাশাপাশি ধারণা করা হচ্ছে, এফওএমসির নতুন চেয়ারম্যান নমনীয় অবস্থানের হবেন, যা সোনা বিনিয়োগকে আরও উৎসাহিত করছে।’ 

তিনি আরও জানান, আগামী বছর শিল্পখাতে চাহিদা বাড়ার প্রত্যাশায় রূপার দামও বাড়ছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, বিনিয়োগকারীরা এখন ডিসেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ৮১ শতাংশ হিসেবে দেখছেন, যা গত সপ্তাহে ছিল মাত্র ৪০ শতাংশ।

মূলত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা হ্রাস, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে ছাঁটাই এবং দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাবে ভোক্তা আস্থা প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে।