চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড পল স্টার্লিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ভালো সূচনা পেয়েছিল। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও তোপের মুখে সেই লয় ধরে রাখতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত তারা মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে যায়।
বাংলাদেশের হয়ে বল হাতে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে এবং শরিফুল ইসলাম ২টি উইকেট শিকার করে আইরিশদের ধসিয়ে দেন।
১১৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই ছিল স্বাচ্ছন্দ্যে। ওপেনিংয়ে সুযোগ পাওয়া সাইফ হাসান ১৪ বলে ১৯ রান করে এবং অধিনায়ক লিটন দাস ৭ রানে ফিরলেও দলের জয়ে কোনো বাধা আসেনি।
ওপেনার তানজিদ হাসান তামিম ও চারে নামা পারভেজ হোসেন ইমন অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। গ্যারেথ ডেলানির এক ওভারে দুই ছক্কা ও এক চার হাঁকানো তানজিদ ৩৫ বলে ছক্কা মেরে নিজের অর্ধশতক পূর্ণ করেন এবং ৫৫ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ইমন ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ১৮ বল হাতে রেখেই দাপুটে জয়ে সিরিজ সিল করে টাইগাররা।




Comments