১৭তম বিজেএস
সুপারিশপ্রাপ্ত ১৩ জনের গেজেটভুক্তির দাবিতে রাবিতে মানববন্ধন
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া ১৩ জন প্রার্থীর নাম দ্রুত গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের অবিলম্বে নিয়োগ প্রদান এবং প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবি জানানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৭তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও ১৩ জন প্রার্থীকে চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি, যাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী রয়েছেন।
মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী মারিশা আক্তার জিতন বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে এসেও যদি মেধার মূল্যায়ন না হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। আমাদের বিশ্ববিদ্যালয়ের ৪ জন ভাই-বোন সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটভুক্ত হননি এই অবিচার আমরা কোনোভাবেই মেনে নেব না। অনতিবিলম্বে তাদের গেজেটভুক্ত করে সসম্মানে চাকরিতে বহাল করার দাবি জানাচ্ছি।’
আরেক শিক্ষার্থী এম. এইচ. বকুল বলেন, ‘আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর ন্যায়, সাম্য ও শান্তির ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু আমাদের ভাইদের সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে। আমরা চাই, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করা হোক।’
আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহরুখ মাহমুদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘বিজেএস নিয়োগ বোর্ড এবং কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন মেধাবীদের যেন অবমূল্যায়ন করা না হয়। আজ যদি মেধাবীরা বঞ্চিত হন, তবে ফ্যাসিস্ট সংস্কৃতি থেকেই যাবে। রাবি উপাচার্য, প্রশাসন ও রাকসু প্রতিনিধিদের এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




Comments