Image description

প্রেমের পর নির্মাতা রাজ নিধুমুরুকে বিয়ে করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গতকাল বিয়ের পর কয়েকটি স্থিরচিত্র ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। এর একদিন পর সামান্থার গত বছরের একটি পোস্ট নতুন ভাইরাল হয়েছে, যেখানে একজন বিশ্বস্ত ও ভালোবাসার সঙ্গীর কথা উল্লেখ করেছিলেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বর সামান্থা তার ইনস্টাগ্রাম স্টোরিতে পরের বছরের ভবিষ্যদ্বাণী নিয়ে একটি নোট শেয়ার করেন। সেই নোটে একটি প্রশ্নের সঙ্গে ছিল উত্তর। প্রশ্ন ছিল- বৃষ, কন্যা, মকর রাশির জন্য ২০২৫ সালে কী আসছে। তার উত্তর ছিল- ‘অত্যন্ত ব্যস্ত একটি বছর। আপনার দক্ষতায় উন্নতি ও বেশি উপার্জন। আপনার ও আপনার পরিবারের আর্থিক স্থিতিশীলতা।’

সবচেয়ে বেশি যে বিষয়টি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে তা-হল ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। নোটটিতে উত্তরে শেষে লেখা ছিল হয়েছিল, ‘একজন অত্যন্ত বিশ্বস্ত ও ভালোবাসার সঙ্গীর আগমন।’

সিনেমা নিয়ে বছরটি তার ব্যস্ত না হলেও কাকতালীয়ভাবে বছর শেষে ভালোবাসার সঙ্গীর হাত ধরেছেন সামান্থা। খুব কাছের আত্মীয়-স্বজন নিয়ে ছোট পরিসরের বিয়ে করেছেন ৩৮ বয়সী এই অভিনেত্রী।

সামান্থা ও রাজ আগে একসঙ্গে কাজ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে। তাদের সম্পর্কের জল্পনা শুরু হয় যখন সামান্থা ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন, যেখানে রাজ নিধুমুরুর পাশে দাঁড়িয়ে চেন্নাই সুপার চ্যাম্পস দলকে উৎসাহ দিতে দেখা যায় সামাস্থাকে।

প্রসঙ্গত, ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২৪ সালে নাগা চৈতন্য শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।

অন্যদিকে ২০১৫ সালে শ্যামলীকে বিয়ে করেন রাজ। ২০২২ সালে তাঁদের দাম্পত্যে চিঁড় ধরে। পরবর্তীতে আইনিভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সেসময় সামান্থার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন রাজ নিধিমুরু। প্রেমের পর গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সামান্থা-রাজ।