চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন পাহাড়ি এলাকায় গোপনে বাংলা মদ তৈরি ও বন্য প্রাণী শিকারের অভিযোগে সুমন চাকমা নামে এক ব্যক্তিকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীববিজ্ঞান অনুষদসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযানে প্রায় ৩০ লিটার দেশীয় মদ, মদ তৈরির সরঞ্জাম এবং একটি ‘মদের কারখানা’ জব্দ করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার দেখায় পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, জীববিজ্ঞান অনুষদের দক্ষিণ পাশের পাহাড়ঘেঁষা লিজকৃত জমির ছোট্ট টিনশেড ঘরে দীর্ঘদিন ধরে মদ তৈরি করতেন সুমন। দিনের বেলায় নীরব থাকলেও রাতে সেখানে নিয়মিত চলত অবৈধ উৎপাদন। স্থানীয় শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বহুদিন ধরে গোপনে অভিযোগ করে আসছিলেন। তাদের অভিযোগের ভিত্তিতেই রাত ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকারী প্রক্টর ও নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে অভিযান চালানো হয়।
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, জিজ্ঞাসাবাদে সুমন শুধু মদ তৈরিই নয়, বন্য শুকর ও হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের কথাও স্বীকার করেছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, সুমন চাকমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাকে থানায় হেফাজতে রেখে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের ভেতরে মদ তৈরির মতো কর্মকাণ্ডকে তারা ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে দেখছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম প্রতিরোধে পাহাড়ঘেঁষা লিজগুলো পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে।




Comments