নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য: নির্বাচন কমিশনার
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য—বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার।
বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ উল্লেখ করেন, বিগত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি উত্তরণ করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, এক একজন ভোটারের গড়ে প্রায় তিন থেকে সাড়ে ৩ মিনিট সময় লাগছে দুটি ভোট একসাথে দেওয়ার প্রক্রিয়ায়।
ভোটের সময় গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়া, অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদের নির্বাচনের জোয়ারে নির্বাচন কমিশন রয়েছে। সরকারের সঙ্গে সুর মিলিয়ে কমিশন চাইছে শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে।
এই মন্তব্যগুলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার নিশ্চয়তার ওপর গুরুত্বারোপ করছে, যা দেশ ও ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।




Comments