Image description

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং লে. কর্নেল সরোয়ার বিন কাসেমসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির জন্য আজ সকালে ঢাকা সেনানিবাসের সাব-জেল থেকে ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে, গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছিল। পলাতক আসামিদের আইনি সহায়তার জন্য ‘স্টেট ডিফেন্স’ (রাষ্ট্রীয় খরচে আইনজীবী) নিয়োগ দেওয়া হয়েছে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে, জুলাই বিপ্লব চলাকালে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো ও ৭ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণও (দ্বিতীয় দিন) আজ চলছে। এদিন গ্রেপ্তারকৃত ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।