যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত দেশগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে মাদক ঢুকলে সেই দেশকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হতে পারে।
ট্রাম্পের এমন মন্তব্যের পর লাতিন আমেরিকা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যার কড়া জবাব দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘কেউ যদি আমাদের দেশে মাদক বিক্রি করে বা পাঠায়, তবে তাদের ওপর হামলা চালানো হবে।’ এ সময় তিনি বিশেষভাবে কলম্বিয়া থেকে কোকেন আসার বিষয়টি উল্লেখ করেন। ট্রাম্প আরও বলেন, শুধু ভেনেজুয়েলা নয়, যেকোনও দেশ এই অপরাধে জড়িত থাকলে তাদের স্থল হামলার মুখে পড়তে হতে পারে।
ট্রাম্পের এই বক্তব্যের পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি লিখেন, কলম্বিয়া প্রতি ৪০ মিনিটে একটি করে মাদক তৈরির ল্যাব ধ্বংস করছে এবং তা কোনো ক্ষেপণাস্ত্র ছাড়াই। তিনি ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের সার্বভৌমত্বকে হুমকি দেবেন না। সার্বভৌমত্বে আঘাত করা আর যুদ্ধ ঘোষণা করা একই কথা।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন চাপ বাড়িয়েছে। এরই মধ্যে কলম্বিয়ার সঙ্গে এই বাকবিতণ্ডা ওই অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে।




Comments