জোটভুক্ত নির্বাচন হলেও প্রতিটি দলকে তাদের নিজস্ব প্রতীকেই ভোট করতে হবে—নির্বাচন কমিশনের এমন সংস্কার প্রস্তাবের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল এই প্রস্তাব বাতিলের চেষ্টা করলেও ইসিকে তাদের সিদ্ধান্তে অটল থাকতে হবে।
বুধবার বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) পরিবর্তন এনে ইসি যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, তা বহুদলীয় গণতন্ত্রের জন্য ইতিবাচক। কোনো দলের সঙ্গে সমঝোতা বা জোট হলেও তাদের প্রতীক আলাদা হওয়া উচিত।’
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দল এই ভালো উদ্যোগটি ভন্ডুল করতে সরকার ও ইসির ওপর চাপ সৃষ্টি করছে। বৈঠকে নাগরিক পার্টির পক্ষ থেকে এই চাপের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য কঠোরভাবে যাচাই করা এবং ইসির বিধিমালা সবার জন্য সমানভাবে প্রয়োগ করার দাবিও জানিয়েছে দলটি।




Comments