সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। ভুক্তভোগী নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পুনরায় দলে ফেরার সুযোগ দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা, পাবনা, নাটোর, বান্দরবান, সিরাজগঞ্জ ও খুলনাসহ দেশের বিভিন্ন ইউনিটের ২৪ জন নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে বুধবার তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ আগের পদমর্যাদায় পুনর্বহাল করা হয়েছে।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তাদের মধ্যে সাতক্ষীরার বেলাল-ই-মোস্তফা টুটুল, ব্রাহ্মণবাড়িয়ার মো. বাদল আহমেদ, পাবনার মো. ইউসুফ আলী প্রামানিক, জামালপুরের মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা, নাটোরের মো. ছিদ্দিক আলী মিষ্টু ও পিরোজপুরের মো. রাসেল সিকদার অন্যতম। এছাড়া বান্দরবান জেলা ও উপজেলার ৬ জন, কুড়িগ্রামের ২ জন, খুলনার ২ জন, রংপুরের ১ জন, চট্টগ্রামের ১ জন এবং সিরাজগঞ্জ জেলার ৬ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।




Comments