উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সফরে তার সঙ্গে পরিবারের সদস্য, বিশেষজ্ঞ চিকিৎসক ও ব্যক্তিগত সহকারীসহ মোট ১৪ জন সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সফরসঙ্গী ড. এনামুল হক চৌধুরী।
খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। চিকিৎসকদের মধ্যে রয়েছেন—ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।
এছাড়া সফরসঙ্গী হিসেবে আরও থাকছেন—মো. আনামুল হক চৌধুরী, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা অনুকূলে থাকলে কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ (বৃহস্পতিবার) মধ্যরাত কিংবা শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বেগম জিয়া। তবে ড. এনামুল হক চৌধুরী জানান, কোনো কারণে আজ সম্ভব না হলে শুক্রবার বা শনিবারের মধ্যে তাকে লন্ডনে স্থানান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতা বাড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনকে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। যাত্রাপথে তার চিকিৎসার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতেই এই মেডিকেল টিম সঙ্গে যাচ্ছে।




Comments