Image description

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৬ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে এই কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল কিরগিজস্তান ও জিনজিয়াং সীমান্তের কাছে অবস্থিত আকচি কাউন্টিতে। রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক শূন্য এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

জিনজিয়াংয়ের সঙ্গে কিরগিজস্তানের সীমান্ত থাকায় প্রতিবেশী দেশটির সীমান্তবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষের কাছে কোনো ভবন ধস বা প্রাণহানির তথ্য আসেনি। আকচি কাউন্টিতে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।