অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি যে আসনে ভোটার হয়েছেন, সেই ঢাকা-১০ আসনে অবশেষে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আসনে শেখ রবিউল আলম রবির নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করলেও তখন ঢাকা-১০ আসনটি ফাঁকা রাখা হয়েছিল। আজ দ্বিতীয় ধাপে আরও ৩৬টি আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করার সময় এই আসনে রবির নাম চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসন। সম্প্রতি এই আসনেই নিজের ভোটার এলাকা স্থানান্তর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ঢাকা থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেও নির্দিষ্ট কোনো আসন বা রাজনৈতিক অবস্থান এখনো স্পষ্ট করেননি। এরই মধ্যে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী প্রস্তুতি জানান দিল।




Comments