দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানার বিয়ে ও বাগদান নিয়ে গত কয়েক মাস ধরেই শোবিজ অঙ্গনে চলছে জোর গুঞ্জন। বিশেষ করে অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি ভক্তদের মাঝে তুমুল আলোচিত। সম্প্রতি রাশমিকার হাতে একটি আংটি পরা ছবি এই জল্পনাকে আরও উসকে দেয়। অবশেষে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাগদান ও বিয়ের গুঞ্জন প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হলে কৌশলী উত্তর দেন রাশমিকা। তিনি বলেন, ‘বিয়ের গুঞ্জনে আমি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই বলতে চাই না। যখন সঠিক সময় আসবে, তখন সবাইকে জানানোর মতোই জানাব।’ অর্থাৎ, ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এখনই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নারাজ তিনি।
এর আগে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাশমিকা ও বিজয়ের বাগদান গোপনে সম্পন্ন হয়েছে। এমনকি বিজয়ের টিমের এক সদস্যও নাকি বিষয়টি নিশ্চিত করেছিলেন বলে খবর রটেছিল।
এদিকে শোবিজ পাড়ায় গুঞ্জন রয়েছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানের উদয়পুরে বসতে যাচ্ছে এই জুটির বিয়ের আসর। দুই পরিবারের পক্ষ থেকে নাকি প্রস্তুতিও শুরু হয়েছে। তবে রাশমিকার সাম্প্রতিক মন্তব্যে এই জল্পনা আরও কিছুদিন জিইয়ে রইল বলেই মনে করছেন ভক্তরা।




Comments