জমকালো আয়োজনে স্কলাসটিকা জুনিয়র শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ মাঠে আজ বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল স্কলাস্টিকা জুনিয়র উত্তরা ক্যাম্পাসের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সহ-শিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরতে দিনব্যাপী চলে নানা ধরনের প্রতিযোগিতা ও খেলাধুলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ ও সাবেক জাতীয় দলের তারকা ব্যাটার শাহরিয়ার নাফিস। শাখা-প্রধান মিস সাজিয়া ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে দুই ক্রিকেট তারকা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মিশে তাদের উৎসাহ দেন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস জোগান।
লিটন দাস ও শাহরিয়ার নাফিস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ক্রীড়া শুধু শরীরই গড়ে না, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, টিমওয়ার্ক এবং ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। তারা শিশুদের প্রতি আহ্বান জানান, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে এবং স্বপ্ন দেখে বড় হতে।
দিনব্যাপী প্রতিযোগিতায় প্রাক-প্রাইমারি থেকে শুরু করে প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বল নিক্ষেপ, বস্তা দৌড়, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন মজার ও প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেয়। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে।
স্কলাস্টিকা জুনিয়র উত্তরা ক্যাম্পাস কর্তৃপক্ষ জানায়, সহ-শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের শিক্ষার্থীরা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিয়মিত সাফল্য ছিনিয়ে আনছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, সহানুভূতি ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা হচ্ছে বলে তারা মনে করেন।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় পুরস্কার বিতরণ ও জাতীয় সংগীতের মাধ্যমে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিটন দাস ও শাহরিয়ার নাফিস নিজেই, যা শিক্ষার্থীদের জন্য ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত।




Comments