নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার বিকেলে বিশাল মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সামনে রূপগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির শীর্ষ নেতাসহ হাজারো নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরুদ্দিন বাচ্চু, বিএনপি নেতা বাবুল ভেন্ডার, আবু মোহাম্মদ মাসুম, শামীম ভুঁইয়া, মানছুর মিয়া, জিন্নাত আলী, জজ মিয়া, সালাউদ্দিন মিয়া, মোশারফ মোল্লাসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মহান আল্লাহতায়ালার বিশেষ রহমত রয়েছে। তিনি সারাজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ যাকে রাখেন, মর্যাদার সঙ্গেই রাখেন।”
তারা আরও বলেন, “মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বার বারবার বলেছেন—এ দেশেই তার জন্ম, এ দেশেই তার মৃত্যু হবে। তিনি কখনো দেশ ছেড়ে যাননি। আমরা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। একইসাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করছি।”
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা এবং দেশের শান্তি-অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে হাজারো মুসল্লি কান্নাজড়িত কণ্ঠে অংশ নেন।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।




Comments