Image description

পর্দার আড়ালে ব্যক্তিগত জীবনকে সবসময়ই প্রাণভরে উপভোগ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। শীতের শুরুতে পিঠা-পুলির আমেজ গায়ে মাখতে এবার যান্ত্রিক শহর ঢাকা ছাড়লেন তিনি।

শুক্রবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের এই খবর জানান নায়িকা নিজেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড় করানো শুভ্র সাদা গাড়ির সামনে ফুরফুরে মেজাজে পোজ দিচ্ছেন পরীমণি। পরনে জিন্স, টি-শার্ট আর জ্যাকেট—শীতের পোশাকে বেশ স্টাইলিশ দেখাচ্ছে তাকে। কখনও হাসিমুখে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন, আবার কখনও দুহাত প্রসারিত করে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আনন্দ প্রকাশ করছেন।

ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, “ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!”

নায়িকার এমন ক্যাপশন আর যাত্রাপথ দেখে নেটিজেনরা ধারণা করছেন, শীতকালীন পিঠার স্বাদ নিতে হয়তো নিজের গ্রামের বাড়ি বরিশালেই ছুটছেন তিনি। তার এই প্রাণবন্ত ছবিগুলো মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে এবং কমেন্ট বক্সে ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে।