বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি (সরকার টু সরকার) চুক্তির আওতায় গমের চতুর্থ চালানটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা এই জাহাজটিতে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম রয়েছে।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে বাংলাদেশ। এর অংশ হিসেবে এখন পর্যন্ত চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম দেশে এসে পৌঁছেছে।
এর আগে গত ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন, ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন এবং ১৫ নভেম্বর তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম খালাস করা হয়েছিল।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সদ্য পৌঁছানো গমের গুণমান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ল্যাব রিপোর্ট সন্তোষজনক হলে দ্রুতই খালাস প্রক্রিয়া শুরু হবে।




Comments