Image description

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের মাঝে আতঙ্কের সৃষ্টি করে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল ‘ডেইজি’ নামের একটি সিংহী। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে বড় কোনো অঘটন ঘটার আগেই চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করে সিংহীটিকে ফের খাঁচায় বন্দি করা হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিকেলে খাঁচা থেকে সিংহীটি বেরিয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সন্ধ্যার পর দূর থেকে চেতনানাশক ইনজেকশন (ট্রাঙ্কুলাইজার গান) পুশ করা হয়। এর কিছুক্ষণ পর সিংহীটি অচেতন হয়ে পড়লে নিরাপদে সেটিকে ধরে আবারও খাঁচায় ঢোকানো হয়। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কীভাবে হিংস্র এই প্রাণীটি বাইরে এল—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, “খাঁচার কোথাও কোনো গ্রিল ভাঙা বা ফাঁকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কর্মচারীদের অসতর্কতায় হয়তো তালা ঠিকমতো লাগানো হয়নি। ফলে দরজা দিয়েই সিংহীটি বেরিয়ে গেছে।”

এ ঘটনায় দায়িত্বে কারো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে শুক্রবার রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।