Image description

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে মেডিকেল বোর্ডের 'সবুজ সংকেত'র অপেক্ষায়। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপির শীর্ষ এক নেতা জানিয়েছেন, চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। 

খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কাতার কর্তৃপক্ষ করেছে। জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্স আসবে জার্মানি থেকে। তবে বিএনপির পক্ষ থেকে নয়, কাতার রয়্যাল কর্তৃপক্ষই জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের সব ব্যবস্থা করে দিচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের মতোই আছে বলে দলের এই শীর্ষ নেতা জানান। মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার কাজ করছেন।

তিনি আরও জানান, বেগম জিয়া এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। সেজন্য লন্ডন যাত্রা কিছুটা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা করেছে, তার প্রতিবেদনও তারা পর্যালোচনা করছেন।

এছাড়া শুক্রবার দুই দফা মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। 

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য গত শুক্রবার সকালে দেশে এসেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।