সিরিজের শুরুটা হারের মাধ্যমে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার ৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য স্বস্তিদায়ক ছিল না বাংলাদেশের। দলীয় মাত্র ৮ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সুমাইয়া আক্তার (৪) ও অধিনায়ক অরিত্রী মন্ডল (৩)। তবে সেই বিপর্যয় সামাল দেন অচেনা জান্নাত ও সাদিয়া ইসলাম। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার ৪৫ রানের জুটি গড়ে জয়ের পথ সুগম করেন।
ম্যাচসেরা নির্বাচিত হওয়া সাদিয়া ইসলাম সর্বোচ্চ ৩৫ রান করে আউট হন। তবে জান্নাত ৩০ রানে অপরাজিত থেকে ৩৬ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। অপর প্রান্তে মায়মুনা নাহার ৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে হাবিবা ইসলাম ও অতশী মজুমদারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান নির্ধারিত ওভারে ৮৬ রানের বেশি তুলতে পারেনি। সফরকারীদের হয়ে অধিনায়ক ইমান নাসের সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া শেষদিকে মেমুনা খালিদ (১৮*) ও মাহনূর জেব (১২) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। বাংলাদেশের পক্ষে হাবিবা ও অতশী দুটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে সিরিজ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ১০ ডিসেম্বর সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন অরিত্রী-সুমাইয়ারা।




Comments