Image description

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই ও দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে দুই ধাপে এই সংস্থাগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত সংস্থাগুলো আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবে।

নিবন্ধনের মেয়াদ ও ধাপসমূহ:
১. প্রথম ধাপ: ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এদের নিবন্ধনের মেয়াদ ২০২৪ সালের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত।
২. দ্বিতীয় ধাপ: আরও ১৫টি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে। এদের মেয়াদ ২০২৪ সালের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। ২০ অক্টোবরের মধ্যে এসব সংস্থার বিরুদ্ধে আপত্তি ও অভিযোগ আহ্বান করা হয়েছিল। শুনানি ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।


নির্বাচন কমিশন জানিয়েছে, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ১৬ ধারা অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।


ইসি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রথম পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু করে। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল এবং ১ লাখ ৫৯ হাজারের বেশি পর্যবেক্ষক কাজ করেছিলেন। পরবর্তীতে ২০১৪ সালে ৩৫টি, ২০১৮ সালে ৮১টি এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে ৮০টির মতো সংস্থা ভোট পর্যবেক্ষণের সুযোগ পায়।