Image description

বাংলাদেশের নারী ফুটবলের ‘পোস্টার গার্ল’ খ্যাত তারকা ঋতুপর্ণা চাকমা ২০২৫ সালের ‘বেগম রোকেয়া পদক’-এর জন্য নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ক্ষেত্রে নারী জাগরণ ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার বেগম রোকেয়া দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে তার এবং অন্যান্য বিজয়ীদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক প্রদান করে থাকে।

এবারের পদকপ্রাপ্তরা:
এ বছর ক্রীড়াবিদ ঋতুপর্ণা চাকমা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও তিন বিশিষ্ট নারীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন:

নারী শিক্ষা: ড. রুভানা রাকিব

শ্রম অধিকার: কল্পনা আক্তার

মানবাধিকার: ড. নাবিলা ইদ্রিস

২১ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আইকন। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার গোলেই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া গত মার্চে তার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় জাতীয় নারী ফুটবল দল।

সাধারণত রোকেয়া পদকে ক্রীড়াবিদদের মনোনয়ন খুব একটা দেখা না গেলেও, গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ এই পুরস্কার পেয়েছিলেন। এবার সেই ধারাবাহিকতায় ঋতুপর্ণা চাকমা এই সম্মাননা পাচ্ছেন। উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ লাভ করেছিল, যা দল হিসেবে ছিল প্রথম অর্জন।