বিচারকরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না: গ্রেপ্তারকৃত সম্পাদক দূররানী
ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্তকণ্ঠে নিজের বিরুদ্ধে আনা চাঁদাবাজির মামলাকে ‘ভুয়া’ ও ‘প্রতিহিংসামূলক’ বলে দাবি করেছেন দৈনিক নওরোজের সম্পাদক শামসুল হক দুররানী। তিনি বলেন, ‘বিচারকরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না? আমি শুধু নিউজ করেছি, তাই আমাকে ফাঁসানো হয়েছে।’
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন দুররানী। শুনানি শেষে জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান আইন সচিব ও সাবেক চাঁপাইনবাবগঞ্জের জেলা জজ লিয়াকত আলী মোল্লার বিরুদ্ধে নওরোজে প্রকাশিত সংবাদের জের ধরেই তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। ওই সংবাদে কয়েকটি মাদক ও বিস্ফোরক মামলায় আসামিদের জামিন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল, যার পরই ওই বিচারকের বদলি হয় বলে দাবি করেন তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, জামালপুরের ঠিকাদার রাজিবুল ইসলামের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। ঠিকাদারের অভিযোগ, কাজে ‘ঝামেলা’ তৈরি করা হচ্ছিল; পরে ফোনকলে সাভার বাসস্ট্যান্ডে সাক্ষাতের সময় দুররানী টাকা দাবি করেন। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নওরোজ সম্পাদক।
জামিন আবেদন নাকচ হওয়ার পর কারাগারে নেওয়ার সময়ও তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি সাংবাদিকতা করেছি, এটাই আমার অপরাধ।’
আইন সচিব লিয়াকত আলী মোল্লা বা সংশ্লিষ্ট অন্য কেউ এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। মামলাটি বর্তমানে তদন্তাধীন। আদালতই চূড়ান্তভাবে নির্ধারণ করবেন কোন পক্ষের দাবি সত্য। তবে সাংবাদিকতার স্বাধীনতা ও ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুররানীর প্রশ্ন আবারও উঠে এলো জনমতের আদালতে।




Comments