Image description

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এখনও কেউ খুশি হয়ে ক্ষমতা হস্তান্তর করে না, এটিই গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস-এর বার্ষিক সম্মেলনের শেষ দিনে এসব কথা বলেন তিনি।

এ সময় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেছে, অথচ এখনও খুশি হয়ে কেউ ক্ষমতা হস্তান্তর করে না, এটিই গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা। গণতন্ত্র নিয়ে দেশে এখনও হতাশা আছে।’

সম্মেলনে বক্তব্য দেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহানসহ বিশিষ্টজনেরা। গণতন্ত্র ও উন্নয়ন-এ প্রতিপাদ্য নিয়ে দুদিনের এই সম্মেলনে ছয়টি অ্যাকাডেমিক সেশনে মোট ২০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল- শিল্পায়ন, শ্রমবাজার, স্বাস্থ্যখাত, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি রূপান্তর। এছাড়া বন্যা মোকাবিলা, জলবায়ু বান্ধব কৃষি, স্বাস্থ্যখাত, পেনশন ব্যবস্থাসহ সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়েও আলোচনা হয়।