পৈতৃক সম্পত্তি নিয়ে একই পরিবারের ভেতর থেকেই উঠেছে গুরুতর অভিযোগ। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলসহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা, ভয়ভীতি প্রদর্শন এবং জানমালের নিরাপত্তাহীনতার অভিযোগ এনেছেন পরিবারের চার বোন।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, প্রায় ৪০ বছর ধরে বাবার সম্পত্তিতে নিজেদের প্রাপ্য অংশ থেকে তারা বঞ্চিত। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো সমাধান হয়নি বলে দাবি তাদের।
এই অভিযোগ ঘিরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন ডিপজল। সেখানে তিনি বোনদের আনা অভিযোগকে সরাসরি মিথ্যা অপবাদ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, আল্লাহই সবকিছুর উত্তম বিচারক।
ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লেখেন, সম্প্রতি তার কয়েকজন বোন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, এই বক্তব্যের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; বরং তার বিরুদ্ধে তৈরি হওয়া ভুল ধারণার সত্য তুলে ধরা। মামলার আইনি জবাব তিনি আদালতেই দেবেন বলেও উল্লেখ করেন।
ডিপজল আরও দাবি করেন, তিনি সবসময় বোনদের সম্মান ও সহযোগিতা করে এসেছেন; যা তার এলাকার মানুষও জানেন। এক বোনের বক্তব্যের জবাবে তিনি লেখেন, ওই বোনের অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য তিনি বড় অঙ্কের আর্থিক সহায়তা করেছেন এবং প্রয়োজন অনুযায়ী ভারতে চিকিৎসার ব্যবস্থাও করেছেন। অথচ ক্যামেরার সামনে এসে সেই সহযোগিতার কথা অস্বীকার করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরেক বোনের অভিযোগ, ১১ বছর ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘মাত্র দুই মাস আগেই ওই বোন ও তার সন্তানকে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন।’ তাঁর দাবি, সাধ্যের মধ্যে থেকে পরিবারের পাশে থাকার চেষ্টা তিনি সবসময়ই করেছেন।
স্ট্যাটাসে ডিপজল প্রশ্ন তুলেছেন, ৩৫ বছর পর হঠাৎ কেন এবং কার প্ররোচনায় এমন অভিযোগ সামনে এলো। তার মতে, যদি সত্যিই কোনো দাবি থাকত, তাহলে ভালোবাসার সম্পর্ক বজায় রেখেই সরাসরি জানানো যেত। সে ক্ষেত্রে তিনি আইনগত সীমার মধ্যেই প্রাপ্যের চেয়েও বেশি দিতে প্রস্তুত ছিলেন।
এক বোনের প্রসঙ্গ টেনে ডিপজল লেখেন, যিনি অভিনয়জগতের সঙ্গে যুক্ত, প্রতিটি অনুষ্ঠানে তার জন্য আলাদা কক্ষের ব্যবস্থাও তিনি করতেন। সেই বোনের মুখে আজ এমন অভিযোগ শুনতে হওয়াটা তার জন্য অত্যন্ত কষ্টের বলে উল্লেখ করেন অভিনেতা।
মামলার সব কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন ডিপজল। আদালতেই প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইন অনুযায়ী বোনদের প্রাপ্য অংশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ডিপজল বলেন, ‘যদি আইন অনুযায়ী তারা মালিক হন, তবে অবশ্যই তারা তাদের অংশ পাবেন। জীবনের শেষ প্রান্তে এসে এমন অভিযোগ সত্যিই কষ্টদায়ক বলে উল্লেখ করেন তিনি। সম্মান দেওয়া ও সম্মান রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই সবকিছুর উত্তম বিচারক।’




Comments