Image description

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ঐতিহাসিক নগরী ফেজে ভয়াবহ দুর্ঘটনায় দুটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোরের দিকে নগরীর আল-মুস্তাকবাল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পাশাপাশি অবস্থিত জরাজীর্ণ ভবন দুটি ভোরের দিকে ধসে পড়ে। সেখানে অন্তত আটটি পরিবার বসবাস করত। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চলছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি’র প্রতিবেদনে বলা হয়, ভবন দুটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল এবং এতে ফাটলের চিহ্ন স্পষ্ট ছিল। ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।

অষ্টম শতকে প্রতিষ্ঠিত ফেজ মরক্কোর তৃতীয় বৃহত্তম জনবহুল শহর। উল্লেখ্য, মাত্র দুই মাস আগেই এই শহরে জীবনযাত্রার মান ও অপ্রতুল নাগরিক সুবিধার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। তবে রয়টার্স জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।